অ্যামেরিকায় বর্তমানে গৃহহীন মানুষের সংখ্যা ৭ লাখ ৭১ হাজার। সরকারের নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছিন্নমূল এসব মানুষের বেশিরভাগই রাস্তায় কিংবা অস্থায়ী কোনো তাঁবু বা অন্য কোনো জায়গায় দিনাতিপাত করে। 

অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম উন্নত দেশ অ্যামেরিকা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছর এই সংখ্যা লাফিয়ে বেড়েছে।

সরকারের ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট (এইচইউডি)-এর অ্যানুয়াল হোমলেসনেস অ্যাসেসমেন্ট রিপোর্ট মতে, শতকরা হিসাবে গৃহহীন মানুষের বৃদ্ধির এই হার ১৮.১ শতাংশ। যা নজিরবিহীন অর্থাৎ এর আগে কোনো বছর একবারে এতটা বাড়েনি। গত বছর এই হার ছিল ১২ শতাংশ।

এর কারণ হিসেবে সরকারি কর্মকর্তারা বলছেন, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাবের পাশাপাশি বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ এবং দেশের কিছু অঞ্চলে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে।

84b2dfe5fbd3bee71ec2be8a3829fae37047eb4e8fe5d176

২৭ ডিসেম্বর এইচইউডি-র বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন মতে, চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জনে। এ সংখ্যা ২০২৩ সালের চেয়ে ১৮ শতাংশ বেশি। এর অর্থ বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই অ্যামেরিকার প্রতি ১০ হাজার মানুষের মধ্যে প্রায় ২৩ জনই এখন গৃহহীন।

সরকারি প্রতিবেদনে গৃহহীনদের যে সংখ্যা জানানো হয়েছে, তা চলতি বছরের জানুয়ারি মাসে মাত্র এক রাতে গণনা করা হয়েছিল। যা এইচইউডি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

এইচইউডি জানায়, অ্যামেরিকাতে গৃহহীনতার সমস্যা দিন দিন আরও খারাপ হচ্ছে। শহরের ফুটপাতে তাঁবু করে কিংবা খোলা জায়গায় বাস করা এখন অনেক শহরের সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। এ সংকট মোকাবিলায় অ্যামেরিকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো বিভিন্ন কৌশল নিয়েছে।

প্রকাশিত তথ্য অনুসারে, গত এক বছরে ১৮ বছরের কম বয়সীদের মধ্যে গৃহহীনতার সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, যা ৩৩ শতাংশ। দেশটিতে গত বছর মোট দেড় লাখ শিশু এ সংকটের মুখে পড়েছে।

অন্যদিকে কৃষ্ণাঙ্গ মানুষেরাও উল্লেখযোগ্য সংখ্যায় গৃহহীন রয়েছেন। মোট জনসংখ্যার ১২ শতাংশ ও দরিদ্র্য জনসংখ্যার ২১ শতাংশ কৃষ্ণাঙ্গ। এই কৃষ্ণাঙ্গ মানুষেরা মোট গৃহহীন মানুষের প্রায় ৩২ শতাংশ।

us 20241228 095058638

ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে, ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪ সালের জানুয়ারিতে মধ্যম পর্যায়ের বাড়িভাড়া গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ কারণে মধ্যম ও নিম্ন আয়ের পরিবারগুলো আবাসন খরচের ক্ষেত্রে বাড়তি চাপে রয়েছে। যার ফলে গৃহহীন মানুষের সংখ্যাও বাড়ছে।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন ও করোনা মহামারি চলাকালে চালু করা গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচি বন্ধের কারণেও গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here