অলবেনী-নিউ ইয়র্কের রাজধানী হলেও জীবন এখানে শান্ত সৌম্য নিসর্গের মতো মন্থর। সেই জীবনে একদল বাংলাদেশী বংশোদ্ভূত তরুন নিয়ে এসেছেন চীর তারুন্যের উচ্ছলতা। অ্যামেরিকার মাটিতে তারা খেলছেন এখানকার নিদারুন অজনপ্রিয় খেলা -ক্রিকেট। 

এই তরুনদের বেশির ভাগই অ্যামেরিকায় এসেছেন একেবারে শিশু বয়সে-বাবা মার হাত ধরে। নিউ ইয়র্ক সিটির কোলাহল থেকে দূরে- অলবেনীতে। ২০১২ সালে একজন দুজন করে নিজেদের পাড়ায় খেলেন সখের ক্রিকেট। একটু একটু করে খেলোয়াড়ের সংখ্যা বাড়তে থাকায় ২০১৫ সালে তারা গড়ে তোলে উমাধুমা নামে একটু ক্রিকেট টিম। 

হাঁটি হাঁটি পা পা করে সেই উমা ধুমা এবার অলবেনীর ২৮টি  জাতি গোষ্ঠির ক্রিকেট টিমরে হারিয়ে জয় করে চ্যাম্পিয়ন ট্রফি। আর সে উপলক্ষেই এই আনন্দ উদযাপন। 

বুধবার সেন্ট্রাল এভিনিউতে জিএটিপি ট্যাক্স সার্ভিসের অফিসে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমাধুমার পৃষ্পোষক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। সবাই এই ক্রিকেট টিমের সাফল্যের জন্য তারা গর্বিত। 

উমা ধুমা ক্রিকেট টিমকে আরো শক্তিশালী করতে সহযোগীতা অব্যাহত রাখার ঘোষণা দেন পৃষ্টপোষকরা। 

কমিউনিটি এমন উৎসাহ উদ্দীপনা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো ভালো করার প্রতিশ্রুতি দেয় অলবেনীর এই তরুন ক্রিকেট টিম॥ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here