গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর প্রতিক্রিয়ায়, রিপাবলিকানরা আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছিলেন, তবে ডেমোক্র্যাট সিনেটররা সেই প্রচেষ্টা আটকে দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল মঙ্গলবার সিনেটে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন রিপাবলিকান সিনেটররা। ১০০ সদস্যের সিনেটে প্রস্তাবটি পাস হতে দরকার ছিল ৬০ ভোটের। তবে প্রস্তাবটি ৪৫–৫৪ ভোটে হেরে যায়। একজন সিনেটর ভোটদানে বিরত ছিলেন।
চলতি মাসের শুরুর দিকে হাউয অব রিপ্রেজেনটেটিভসে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি গৃহীত হয়। তখন প্রস্তাবটি ২৪৩–১৪০ ভোটে পাস হয়েছিল। ৪৫ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।
এ ব্যাপারে ডেমোক্র্যাটরা জানান, প্রস্তাবের বেশিরভাগ অংশে তাদের আপত্তি ছিল না। তবে এর আওতা এতই বেশি বিস্তৃত যে তা অ্যামেরিকার গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারে এবং আইসিসির নিম্ন পর্যায়ের কর্মীরা নিষেধাজ্ঞার খড়্গের নিচে পড়তে পারেন।
গত ২০ জানুয়ারি অ্যামেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। আইসিসির ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব অনুমোদনেও নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন কি না, তা জানতে হোয়াইট হাউযে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে হোয়াইট হাউয তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।