গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না। আমরা আমাদের ৩১ দফা সফল করার মাধম্যে আওয়ামী লীগের গত ১৫-১৬ বছরের গুম, খুনসহ সকল জুলুম-অত্যাচারের জবাব দেব।’

বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর এবং টাঙ্গাইল জেলার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক। বিএনপির সমাবেশে ভিড় থাকে তা জনগণের আস্থার প্রকাশ। এই আস্থা ধরে রাখতে হবে। আর আমরা রাজনৈতিক দল হিসেবে ভোটের কথা বলব এটাই স্বাভাবিক।’

তারেক রহমান বলেন, ‘এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হবে।’
জনগণের বিশ্বাস বৃদ্ধি পাবে নেতাকর্মীদের প্রতি এমন কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ইতিপূর্বে আমাদের ঘোষিত ট্যাক-ব্যাক বাংলাদেশের কাজ এখনো শেষ হয়নি। গণতন্ত্র ও ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে।’

গাজীপুর মহানগর বিএনপির কর্মশালা আয়োজন করা হয় নগরের তাজউদ্দীন আহমেদ অডিটরিয়ামে। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here