ট্রাম্পও তার সাম্প্রতিক বক্তব্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। ডোনাল্ড ট্রাম্প রবিবার (২২ ডিসেম্বর) তার এক বক্তৃতায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।  এসময় তিনি দাবি করেন, এ যুদ্ধে ‘লাখ লাখ সেনা’ প্রাণ হারিয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার ট্রাম্পকে আলোচনার প্রস্তাব দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (ট্রাম্প) চাইলে আমি সাক্ষাৎ করতে প্রস্তুত।’

পুতিন আরও বলেন, তবে তিনি জানেন না কবে তাদের সাক্ষাৎ এই হবে, কারণ ট্রাম্প ‘এটা নিয়ে কিছুই বলেননি’ এবং চার বছরেরও বেশি সময় ট্রাম্পের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।

ফিনিক্সে এক কনজারভেটিভ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি যত দ্রুত সম্ভব আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। সুতরাং আমাদের এর জন্য অপেক্ষা করতে হবে। তবে মূল কথা আমাদের এই যুদ্ধের অবসান ঘটাতে হবে।’

এবিষয়ে বিশদ কিছু বলেননি ট্রাম্প এবং পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো প্রতিশ্রুতিও দেননি।

তবে ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি এমন একটি চুক্তি করতে আগ্রহী, যার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের দখল করা কিছু অংশ রাখার অনুমতি পাবে [ দখল করা পুরো অংশ রাখতে পারবে না]।

সাম্প্রতিক নির্বাচনে ট্রাম্পের জয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাশিয়াকে পরাজিত করা এবং নিজেদের দখল হওয়া ভূমি পুনরুদ্ধার প্রচেষ্টা চালিয়ে যেতে অ্যামেরিকার সামরিক সহায়তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছে। গত সপ্তাহে ট্রাম্প বলেন, জেলেনস্কির ‘একটি চুক্তি করার জন্য প্রস্তুত থাকা’ উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here