গণমাধ্যম এবিসি নিউয মানহানির মামলা মীমাংসার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার দিতে সম্মত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এবিসি বলেছে, তাদের উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস প্রমাণ ছাড়াই  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ধর্ষণের জন্য দায়ী’ বলে মিথ্যা দাবি করেছিলেন। এ এবিসি নিউয ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এ ছাড়া ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতিও দেবে গণমাধ্যমটি।

বিবিসি জানিয়েছে, এবিসি নিউয ক্ষতিপূরণের সমুদয় অর্থ প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম স্থাপনের জন্য দেবে। এ ছাড়া ট্রাম্পের আইনি খরচের জন্য ১০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে এবিসি নিউয।

চলতি বছরের ১০ মার্চ সাউদ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসপার্সন ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকার নেওয়ার সময় ট্রাম্পের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন স্টেফানোপোলাস। তিনি বলেছিলেন, বিচারক ও দুটি পৃথক জুরি ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলেছে। পুরো সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য অন্তত ১০ বার করেছেন।

এরপর এবিসি নিউযের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই মামলার মীমাংসার বিষয়ে এবিসি নিউযের একজন মুখপাত্র বলেন, ‘মামলাটি নির্ধারিত শর্তে মীমাংসায় পৌঁছেছে বলে আমরা সন্তুষ্ট।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here