বিশ্বের ২৯টি দেশের ১৮০টি সিনেমা নিয়ে ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)। এ উৎসব চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’। অথচ তাতে থাকছে না বাংলাদেশের একটি ছবিও!

২৯ নভেম্বর নন্দনের শিশির মঞ্চে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। মূলত রাজনৈতিক পট পরিবর্তন এবং দুই দেশের ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ। ভারতের গণমাধ্যমকে সম্প্রতি পশ্চিমবঙ্গের এই নির্মাতা আরও বলেন, আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনও সিনেমা এবার উৎসবের তালিকায় নেই।

অথচ এর আগে, প্রায় প্রতি বছরই উৎসবটির প্রাণ হয়ে থাকতো বাংলাদেশের সিনেমা ও শিল্পীরা। ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল বাংলাদেশের মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ২৬তম আসরে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল ঢাকার আরেক নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’।

গত বছর কোনও পুরস্কার না জিতলেও এই উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হয়েছিল। এবার শুধু সিনেমাই নয়, উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায় আলোচকের তালিকাতেও বাংলাদেশের কোনও শিল্পী বা নির্মাতাকে রাখা হয়নি। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে নির্মাতা তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’।

এছাড়া টানা ২৮ বছর পর কলকাতা বই মেলায় অনুপস্থিত থাকছে বাংলাদেশের নাম ও স্টল। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে গত বছর অন্তত ৭০টি বাংলাদেশের স্টল থাকলেও এবার নেই একটিও! এ নিয়ে দুই বাংলায় তুমুল সমালোচনা চলছে এখনও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here