নিজ দল লিবারেল পার্টির সভাপতি ও কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। এর কয়েক ঘণ্টা পর আবারও কানাডাকে অ্যামেরিকার স্টেইটের বানানো ইচ্ছার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এ ইচ্ছার কথা জানান।

পোস্টে ট্রাম্প বলেন, ‘কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম রাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ অ্যামেরিকা ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং তাই তিনি পদত্যাগ করেছেন।

যদি কানাডা অ্যামেরিকার সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। এক সঙ্গে, এটা কি একটি মহান জাতি হবে!!!’

এর আগে গত মাসেও ট্রাম্প কানাডাকে অ্যামেরিকার ৫১তম স্টেইট বানানোর ইচ্ছার কথা জানান। ওই সময় ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ‘কেউ উত্তর দিতে পারে না কেন আমরা কানাডাকে বছরে ১০ কোটি ডলারেরও বেশি ভর্তুকি দেই? অনেক কানাডিয়ান চান কানাডা (অ্যামেরিকার) ৫১তম স্টেইট হয়ে যাক। এটি কর ও সামরিক সুরক্ষার ক্ষেত্রে ব্যাপক খরচ বাঁচাবে। আমি মনে করি এটি একটি দারুণ ধারণা। ৫১তম স্টেইট!!!’
এর আগে ট্রাম্প কানাডীয় পণ্যের ওপর ২৫ শতাশং শুল্ক আরোপের হুমকি দিয়ে বলেছেন, দেশটির সরকার বাণিজ্য ও অভিবাসন সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here