প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা আসে জাস্টিন ট্রুডোর কাছ থেকে । সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ট্রুডো।

এসময় উল্লেখ করে তিনি বলেন, দলে নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়ার ঘোষণা তার।

২০১৫ সালে লিবারেল পার্টির পক্ষ থেকে নির্বাচন করে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ট্রুডো। নির্বাচনের আগে তিনি নারী অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করার প্রতিশ্রুতি নিয়েছিলেন।

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিবারেল পার্টির নেতা হিসেবে ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জাস্টিন ট্রুডো।

সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই পদত্যাগের এমন সিদ্ধান্ত। তাঁর সফলতার পেছনে পরিবারের ভূমিকা রয়েছে বলে জানালেন ট্রুডো । গত রাতে নৈশভোজের সময় সন্তানদের কাছে প্রথম পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here