আগামীতে ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি ভবনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দেড় শতাধিক প্রতিবন্ধী নাগরিক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যোগ দেন।
তারেক রহমান বলেন, আগামীতে ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ভাতা বাড়ানো, চিকিৎসা, চাকরি, যাতায়াত ব্যবস্থা সহজ করাসহ সব ধরনের নাগরিক অধিকার নিশ্চিত করতে নতুন আইন করা ও প্রচলিত আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ‘আগামীতে বাংলাদেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য নানামুখী পদক্ষেপ নেবে বিএনপি।’
তারেক রহমান বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার প্রয়োজনীয় সংস্কার এনে এই মানুষগুলোর দ্রুত সময়ে ন্যায্য বিচার পাওয়ার সুযোগ কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। বিশেষত, স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা আছে আমাদের। পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ কীভাবে তৈরি করা যায়, সে বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে।’