'বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
'বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডে বিএনপি সভাপতি এম এ মালেক। সোমবার, ১৩ জানুয়ারি হাসপাতালের সামনে খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এম এ মালেক বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন। হাসপাতালের ভিতরে একা হাঁটাচলাও করতে পারছেন।’

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, লন্ডনের শীর্ষ-স্থানীয় ও ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সেখানে ভর্তি করার পর তারর শারীরিক অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অনেক পরীক্ষার ফল ইতোমধ্যে আসতে শুরু করেছে। সেগুলো ইতিবাচক। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। লন্ডনের হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে কার্ডিওলজিস্ট ও নেফ্রোলজিস্টসহ লন্ডনের স্বনামধন্য ৫-৬ জন চিকিৎসকের টিম নিয়মিত তার চিকিৎসা করছেন। সব পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর দুয়েকদিনের মধ্যে চিকিৎসকরা পরবর্তী করণীয় নির্ধারণ করতে পারবেন।

তিনি আরও জানান, মানসিকভাবেও খালেদা জিয়ার উন্নতির বিষয়টি দৃশ্যমান। এর অন্যতম কারণ অনেকদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়েছেন। তারেক রহমান প্রতিদিন ১০-১২ ঘণ্টা করে হাসপাতালে সময় দিচ্ছেন। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান নিয়মিত বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন। আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও হাসপাতালে যাচ্ছেন। তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ তিন নাতনিও নিয়মিত হাসপাতালে তার দেখভাল করছেন।

এর আগে গত বুধবার (৮ জানুয়ারি) খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের ‘দ্য ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here