গভীর রাতে আগুনে পুড়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। সাত নম্বর ভবনে গভীর রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে লেগেছে প্রায় ছয় ঘণ্টা। এ সময় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

secretariat fire dg 261224 201 1735178776 1

জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ৬ তলায়। পরে তা ৭ ও ৮ তলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন। আহত আছেন ২ থেকে তিনজন।

fire fighter 1735167591

আগুন লাগার ঘটনায় সচিবালয়ের সব কটি ফটক বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য ৫ থেকে ১১ জন হতে পারে।

এদিকে, অফিস সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে তারা এলেও কেবল ৫ নম্বর গেইট খোলা থাকায় প্রচণ্ড ভিড় দেখা গেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা সোহরাব উদ্দিন বলেন, ‘এতো ভিড়, কীভাবে যাব বুঝতে পারছি না। সেজন্য বাইরে দাঁড়িয়ে আছি। দেখতেই পারছেন কেমন ঠেলাঠেলি করে ঢুকছেন অফিসাররা।’

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, স্বাভাবিক সময়ে ১, ২, ৩ ও ৫ নম্বর গেইট খোলা থাকলেও এখন কেবল ৫ নম্বর গেইট খোলা রয়েছে। সেখান পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করা গেলেও ভিড়ের কারণে বেগ পেতে হচ্ছে। প্রচণ্ড ভিড় ডিঙানো কঠিন ঠেকছে অনেকের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here