রাষ্ট্রীয় কাঠামোতে ভারসাম্য আনার মূল লক্ষ্যকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাবনা পেশ করে প্রথম ধাপের ছয় সংস্কার কমিশনের চারটি সংস্কার কমিশন। কমিশনগুলো হলো—সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন।
প্রধান উপদেষ্টা জানান, চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। সবপক্ষের সাথে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেও জানান সরকারপ্রধান।
টানা প্রায় চারমাসের কর্মযজ্ঞ শেষ করে রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনে সংস্কার প্রস্তাবনাগুলোকে একীভূত করেছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রধান ও অন্য সদস্যরা প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলে আসছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে দুই ধাপে ১১টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের গঠন করা ১১টি সংস্কার কমিশনের মধ্যে আর সাতটি কমিশন প্রতিবেদন জমা দেয়ার বাকি আছে এখনও।
তিনি বলেন, ‘আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে তার কাঠামো গঠন করার কাজ হাতে দিয়েছিলাম। স্বপ্ন আছে, এখন তার রূপরেখাগুলো খুঁজে বের করতে হবে। কথা হলো, সে স্বপ্ন নিয়ে জাতির পুনরুত্থান হলো, তা আমরা ধারণ করতে পেরেছি কি না। সেটিই আমাদের বিবেচ্য বিষয় হবে। এটাই কিন্তু শেষ না, এটা এ অধ্যায়ের শুরু।’
ড. ইউনূস জানান, কমিশনগুলোর প্রতিবেদন জমার মধ্য দিয়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো। এখন সব পক্ষের সাথে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেও জানান সরকারপ্রধান।
৩০০ সংসদীয় আসনকে ৫০৫টি আসনে উন্নীত করার প্রস্তাবনা দেয়া হয়েছে সংবিধান সংস্থার কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। অন্যদিকে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় সার্চ কমিটিতে বিরোধীদলকে রাখার প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
পুলিশের কার্যক্রমকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত করার প্রস্তাবনা এসেছে পুলিশ সরকার কমিশনের পক্ষ থেকে। আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্সের কথা বলেছে দুর্নীতি দমন সংস্কার কমিশন।