সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক
সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক

ছাত্র আন্দোলনের চাপে ইউরোপের দেশ সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করেছেন, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। মঙ্গলবার তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সার্বিয়ার শিক্ষার্থীরা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে। এতে যোগ দেয় কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।

সার্বিয়ার নোভি সাদ শহরে গত ১৫ নভেম্বর রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ার ঘটনা দেশটির রাজনৈতিক অঙ্গনে বড় প্রভাব ফেলেছে। এই মর্মান্তিক ঘটনার পর শিক্ষার্থীরা ব্যাপকভাবে আন্দোলন শুরু করে। তাদের দাবি ছিল, রেলস্টেশন তৈরির সময় দুর্নীতি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের মতে, সঠিক তদারকি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে এতগুলো প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হতো।

সোমবার সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার এবং সরকারে বড় ধরনের রদবদলের ঘোষণা দেন। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ সংযোগস্থল অটোকোমান্ডা জংশন অবরোধ করে, যা সার্বিয়ার রাজধানী বেলগ্রেড কার্যত অচল করে দেয়।

নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের ওপর প্রতিদিনই হামলা চালানো হয়। কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে। একটা সময় ১০০টিরও বেশি শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে। একে একে এই আন্দোলনে সমর্থন জানাতে থাকেন বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সোমবার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এতে সহযোগিতার জন্য এগিয়ে আসে কৃষকরা। তারা বিশাল বিশাল ট্রাক্টর নিয়ে সেখানে হাজির হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here