জনগণের বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় ৫ আগস্ট দেখেছে সবাই, এ থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিন জেলায় এক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। দলে অপরাধীদের কোনো আশ্রয় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পত্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামনে আসন্ন নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতির কথা শুনেন নেতাকর্মীদের কাছ থেকে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘মানুষ আমাদের ওপর আস্থা রাখতে চাইছে, দল মত নির্বিশেষে তারা বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা নষ্ট করার জন্য বা এমন কোনো কাজ করে তাহলে আমাদের পক্ষে টানা সম্ভব নয়। তাকে শেল্টার আমি দিব না। এখানে দলকে নির্বিশেষে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির বা কোনো কর্মীর কারণে যদি আস্থা নষ্ট হয় তাহলে তাকে আমরা গ্রহণ করতে পারব না। বহুত নির্যাতন ও অত্যাচারের মাধ্যমে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি।’
তারেক রহমান বলেন, বিএনপি নিয়ে জনগণের মধ্যে যে আগ্রহ তা থেকেই ধারণা করা যায়, দলটির সরকার গঠনের সম্ভাবনাই বেশি। মানুষের মধ্যে এরইমধ্যে যে আস্থা তৈরি হয়েছে তা যদি কেউ নষ্ট করে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
জনবিরোধী হওয়ার পরিণাম নিয়ে দলের নেতকর্মীদের সতর্কও করেন তারেক রহমান।