বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে। তিনি বলেন, ‘জনগণ কতটা সংস্কার চায় তার ওপর নির্বাচনের তারিখ নির্ভর করবে।’

শনিবার, ৪ জানুয়ারি যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে রুপা হককে আশ্বস্ত করেন ড. ইউনূস। এসময় অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন ব্রিটিশ সাংসদ।

বাংলাদেশ: ০২ দেখে অভিভূত হবার কথা জানান তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী ও নারীদের দেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান রুপা হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here