বিএনপির ভাইস চেয়ানম্যান আসাদুজ্জামান রিপন
বিএনপির ভাইস চেয়ানম্যান আসাদুজ্জামান রিপন

জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন গ্রহণ করা হবে না বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ানম্যান আসাদুজ্জামান রিপন। মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রিপন বলেন, ‘স্থানীয় সরকারের ব্যাপারে সরকার একটা কমিশন গঠন করেছে। সেই কমিশন কী রিপোর্ট দেয় সেটা আগে দেখতে হবে। বাংলাদেশ এখন শুক্রবারের চেয়ারম্যান বেশি যারা সপ্তাহে একদিন অফিসে বসে। তাদের আমরা চাই না। আমরা চাই সপ্তাহে পাঁচ দিন অফিস করবে এমন চেয়ারম্যান দেখতে চাই।’

রিপন আরও বলেন, ‘সংস্কার করতে এক বছর লাগে না। সরকারের মধ্য যারা বলেন অল্প সংস্কার করলে ২০২৫ সালে নির্বাচন সম্ভব; আর বেশি সংস্কার করলে কত সাল পর্যন্ত লাগবে সেটা বলে না। আমি সরকারের উদ্দেশে বলতে চাই, বেশি সংস্কার হলেও ৬মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।’

রিপন বলেন, ‘রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করুন। রাজনৈতিক দলগুলো সম্মত হলে এই সংস্কারগুলো করার জন্য কিছুই দরকার নাই। শুধু রাষ্ট্রপতির একটি অধ্যাদেশ জারি করে প্রয়োজন অনুযায়ী সংস্কার করা সম্ভব।’

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় ও অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here