অ্যাডভোকেট তাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। চলতি বছরের ৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে তাকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে ২০১৪ সাল পর্যন্ত এই ট্রাইব্যুনালেই তিনি আসামিপক্ষের অন্যতম আইনজীবী ছিলেন। গত আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানান, এই ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণহত্যার বিচার হবে। এখন সেটার প্রস্তুতি চলছে। কীভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে, আগের আইনের কোথায় সংশোধন দরকার হচ্ছে, কাদের বিচার এখানে হতে চলেছে, এসব জানতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মুখোমুখি হয়েছিল