বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে সরকার সর্বদলীয় বৈঠক করবে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সরকার একটা লিগ্যাল আইনি কাঠামো তৈরি করবে। পরবর্তীতে নির্বাচিত সরকার ঘোষণাপত্রটি সংবিধানে সন্নিবেশিত করবে। তবে জনগণ চাইলে অন্তর্বর্তী সরকারও সংবিধানে সন্নিবেশিত করতে পারে।’
তিনি বলেন, ‘খসড়া ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামায়াত, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে তারা একমত। কোনো বিষয়ে দ্বিমত থাকলে নিজস্ব ফোরামে আলাপ আলোচনা করবে। প্রস্তাবনা থাকলেও তারা জানাবে। এতে জাতীয় ঐক্য তৈরি হবে।’
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘জাতীয় পার্টির ভূমিকা স্পষ্ট। ঘোষণাপত্র ইস্যুতে তাদের সাথে আলোচনার প্রয়োজন নেই।’