পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে, যা জেনিনে ড্রোন ব্যবহারের নজিরবিহীন ঘটনা।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ এবং শিন বেট নিরাপত্তা পরিষেবা জেনিনে ‘সন্ত্রাসবাদকে পরাজিত’ করার জন্য একটি ‘বিস্তৃত এবং উল্লেখযোগ্য’ অভিযান শুরু করেছে।
তিনি আরও বলেন, ‘ইরানি অক্ষ যেখানেই পৌঁছাবে তার বিরুদ্ধে আমরা পদ্ধতিগতভাবে এবং দৃঢ়তার সাথে কাজ করছি। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং পশ্চিম তীরে আমরা এখনও সক্রিয় আছি।’
ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সাম্প্রতিক অভিযানের নাম দিয়েছে ‘লোহার প্রাচীর’ এবং ঘোষণা করেছে যে এই অভিযান ‘যতক্ষণ প্রয়োজন’ ততক্ষণ চলবে। তবে, এই অভিযানের নির্দিষ্ট স্থান বা সময়কাল সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়নি।
ফিলিস্তিনের গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জেনিন শহর এবং এর শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালায়। এই হামলার পর ইসরায়েলি সামরিক যানবাহন এলাকায় প্রবেশ করে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে এখনও পর্যন্ত কমপক্ষে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।