বাংলাদেশের তরুণ স্পিনার শেখ মেহেদীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। দুই ম্যাচে ৮ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নেওয়া তার দক্ষতার প্রমাণ। এমন দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই টি-টোয়েন্টি বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে তিনি এখন ২৩ নম্বরে উঠে এসেছেন।
তরুণ পেসার হাসান মাহমুদের সাম্প্রতিক পারফরম্যান্স সত্যিই প্রশংসার দাবিদার। তার ধারাবাহিক বোলিং দক্ষতা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। প্রথম ম্যাচে ২ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ১ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। আইসিসি বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে ৮৫ নম্বর থেকে ৪৭ নম্বরে উঠে আসা তার অসাধারণ উন্নতির প্রতিফলন।
তাসকিন আহমেদও এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। পেস বোলার হিসেবে তিনি ২১ নম্বর থেকে ৩ ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে অবস্থান করছেন
এদিকে, র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন আকিল হোসেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছেন তিনি, এগিয়েছেন ৩ ধাপ। আকিল শীর্ষে ওঠায় এক ধাপ করে পিছিয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।