নব–নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। বুধবার অভ্যন্তরীণ এক সভায় পদত্যাগের এ ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার এফবিআই-এর আভ্যন্তরীণ এক বৈঠকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিজ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ক্রিস্টোফার। আগামী জানুয়ারিতে ট্রাম্পের আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের আগেই পদ ছাড়ার কথা জানান তিনি।
কয়েক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান ক্রিস্টোফার রে। বৈঠকে রে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যুরো এবং আমার জন্য সঠিক পদক্ষেপটি হচ্ছে- জানুয়ারিতে বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং তারপর পদত্যাগ করা। আমার দৃষ্টিতে ব্যুরোকে ঝামেলার গভীরে নিয়ে যাওয়া এড়াতে এটাই সর্বোত্তম পন্থা।’
২০১৭ সালে ক্রিস্টোফারকে ১০ বছরের জন্য এফবিআই প্রধান হিসেবে বেছে নিয়েছিলেন ট্র্যাম্পই। তবে পরবর্তী সময়ে ট্রাম্পের চক্ষুশূল হয়ে উঠেন তিনি।
তার জেরেই ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ক্রিস্টোফারকে বরখাস্ত করা হবে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। এরইমধ্যে এফবিআই-এর পরবর্তী প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেন ট্রাম্প।