পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ
পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ

‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ শিগগিরই ঢাকায় আসছেন। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবরটি জানিয়েছেন। মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিসিয়াল পেজে এই তথ্য নিশ্চিত করেছে।

২০ জানুয়ারি মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিশিয়াল পেজে গায়কের দেশে আসার খবরটি নিশ্চিত করে।

 ভিডিওতে তাকে কালো জিন্স ও কালো প্রিন্টেড টিশার্টের সঙ্গে একটি স্টাইলিশ চশমা পরা অবস্থায় দেখা গেছে। তিনি হাঁটু গেড়ে বসে ক্যামেরার সামনে বলেন,

“আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমার নাম মুস্তফা জাহিদ। ভক্তদের কাছে এ মুহূর্তে একটা খবর ছড়িয়ে পড়েছে যে আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ, গুঞ্জনটি শতভাগ সত্যি।”

মুস্তফা জাহিদ আরও বলেন, আমি খুব শিগগিরই অপূর্ব সুন্দর দেশ ঢাকায় আসছি। আমি খুব শিগগিরই শো এবং টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য আমার সোশ্যাল মিডিয়ায় দেব। সুন্দর একটি রক এন্ড রোল সময় কাটবে আশা করছি। খুব শিগগিরই দেখা হবে, ইনশাল্লআহ।

শোনা যাচ্ছে, পাকিস্তানের এ জনপ্রিয় গায়কের সঙ্গে মঞ্চ মাতাতে পারে তাহসান খান, লেভেল ফাইভ সহ বেশ কয়েকটি ব্যান্ড দল।

ভেন্যু চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় বসতে পারে জমকালো এ গানের আসর।

প্রসঙ্গত, মুস্তফা জাহিদ বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’ সিনেমার বেশ কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ভুলা দেনা, জো তেরে সং, তেরে লিয়ে, মাওলা মেরে, জরুরত, রিস্তা পুরানা, তো ফের আও ইত্যাদি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here