বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার মতো পরিবেশ এখনও তৈরি করা যায়নি বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। সালাহউদ্দিন আহমেদ ইংল্যান্ড সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। লন্ডনে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার মতো পরিবেশ পরিস্থিতি এখনও আমরা তৈরি করতে পারিনি।’ তিনি বলেন, ‘তারেক রহমান সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ফের মাথাচাড়া দেবে।’
সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, ‘ধারণা না দিয়ে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ দেওয়াই জরুরি।’
সালাহউদ্দিন আহমেদ নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বলেন, ‘নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি। তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।’
গত ২০ ডিসেম্বর ইংল্যান্ড যান সালাহউদ্দিন আহমেদ। সফরে বিএনপির আগামী দিনের রাজনীতি, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও ইংল্যান্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে জানা গেছে।