নিউইয়র্কে বড় ধরনের শীতকালীন ঝড়ের তিনদিনের মধ্যে আবারও তুষারপাতের কবলে পড়েছে। স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত চলা এ তুষারপাতে পূর্ব উপকূল এবং মধ্য পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেইটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কোথাও কোথাও এক ফুট পর্যন্ত তুষার পড়েছে।
শনিবার নিউইয়র্কের কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডে ছয় ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে। তবে সবচেয়ে বেশি তুষার পড়েছে ব্রুকলিনের কনি আইল্যান্ডে।
সেখানে ১০ ইঞ্চি পর্যন্ত বরফ জমার রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিউজার্সির কিছু এলাকায় এক ফুট পর্যন্ত বরফ পড়েছে।
এদিকে, তীব্র তুষারপাতের ফলে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় বিভিন্ন স্থানে দুর্ঘটনার কবলে পড়েছে বেশ কয়েকটি গাড়ি। এতে আহত হয়েছেন অনেকে।
তুষারঝড়ে নিউইয়র্কের বিমানবন্দরগুলোতে বিমান ওঠা-নামাও বাধার মুখে পড়েছে। বাতিল কিংবা শিডিউল বিলম্ব হয়েছে বেশ কিছু ফ্লাইটের।
আবহাওয়া অফিস জানিয়েছে, তুষারপাতের কারণে আগামী দুই-একদিন প্রচন্ড শীত পড়বে। তাপমাত্রা নেমে যাবে হিমাঙ্কের নিচে। তবে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে শীতের তীব্রতা কমে আসবে এবং ধীরে ধীরে উষ্ণ হতে থাকবে তাপমাত্রা।