রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি শীর্ষক ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিগত দিনের তুলনায় বিএনপি এখন অনেক বেশি কঠোর। দলের কেউ অনৈতিক কাজ করলে ছাড় নয়। 

তিনি বলেন, নির্বাচনে জনগণ যে রায় দেবে, তা মেনে নেবে বিএনপি। এছাড়া বিভিন্ন ব্যক্তির দেওয়া সংস্কার প্রস্তাবে বিএনপির ৩১ দফার প্রতিফলন ঘটেছে।

এ সময় নেতা কর্মীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই বিষয়ে নীতিগত ভাবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। 

তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যে সংবিধান-আইন সেটাকেই সমর্থন করে বিএনপি। প্রতিটি মানুষ একটিই ভোট দেবে, বিএনপি এই নীতি অনুসরন করে। বিএনপি জনমানুষের দল। বিএনপি চায় দ্রুত দেশে স্থিতীশীল অবস্থা আনতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here