নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে।
ব্রিটিশ গণমাধ্যমে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছ, ট্রুথ সোশ্যালে দেওয়া এক স্ট্যাটাসে ট্রাম্প একথা জানিয়েছেন।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে বন্দিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। তারা শিগগিরই মুক্তি পাবেন। ধন্যবাদ।’
এদিকে, কাতার, মিশর ও অ্যামেরিকার মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির শর্তে হামাস রাজি হওয়ায় অবসান হতে যাচ্ছে ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের।