নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) ডাকাতির ঘটনা তদন্ত করছে। সরেজমিনে দেখা গেছে, দোকানের সামনের কাচ ভেঙে পড়ে আছে এবং দোকানের চারপাশে পুলিশি তৎপরতা চলছে। নিরাপত্তার জন্য দোকানসংলগ্ন রাস্তা সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। 

তদন্তের অগ্রগতির অংশ হিসেবে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) আবিদ জুয়েলার্সের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছে। তবে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা পর্যন্ত পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের পক্ষ থেকে দোকানের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্যও জানানো হয়নি।

জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউ ও ৭৪ স্ট্রিটে ১৯টি সোনার দোকান রয়েছে। এ এলাকায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষের ব্যাপক সমাগম হয়। আবিদ জুয়েলার্সের পাশের রেস্তোরাঁ জ্যাকসন ডাইনারের কর্মকর্তা আশিক রহমান বলেন, ‘শক্ত মোটা কাচের দেয়াল ভাঙার শব্দে আমরা আতঙ্কিত এবং হতভম্ব হয়ে পড়ি। যদিও ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে, তবে এ ধরনের ঘটনা নিউইয়র্ক শহরের নানা দিকে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here