নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে ঘুমন্ত অবস্থায় এক নারীর গায়ে আগুন জ্বালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। নারীর পরিচয় জানা না গেলেও তিনি ব্রুকলিনের স্টেশনে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা যায়।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই নারী ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে থেমে থাকা একটি এফ ট্রেনের ভেতরে বসে ছিলেন, সম্ভবত তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় অপরিচিত এক ব্যক্তি শান্তভাবে তার কাছে এসে লাইটার দিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এই নারীর পরিচয় শনাক্ত হয়নি।
গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নারীর শরীরে আগুন জ্বলতে থাকার ভিডিও। সেখানে দেখা যায় হামলাকারী ব্যক্তি আগুনে জ্বলতে থাকা নারীর কিছু দূরেই কালো হুডি পড়ে দাঁড়িয়ে আছেন। স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুন দেখে ছুটে আসলে ওই ব্যক্তি ট্রেনের কামরা থেকে নেমে যান।
এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, “তারা (পুলিশ) গিয়ে দেখেন ট্রেনের কামরার ভেতরে দাঁড়ানো এক ব্যক্তির সারা শরীরে আগুন জ্বলছে।”
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা অগ্নিনির্বাপণযন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ওই নারীকে বাঁচানো সম্ভব হয়নি। জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
নিউ ইয়র্কের পাতাল ট্রেনে এ ধরনের সহিংস অপরাধ নতুন নয়। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত নগরীটির পাতালট্রেনে নয়টি হত্যার ঘটনা ঘটেছে। এর আগে, ২০২৩ সালের একই সময়ে পাঁচটি হত্যার ঘটনা ঘটে।