নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দিন শাহী (৬২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত জালাল উদ্দিন শাহীর বাড়ি সিলেটের শিবগঞ্জে।
শনিবার রাতে ব্রঙ্কস ক্যাসেল হিলে হাঁটতে বের হন জালাল উদ্দিন। রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জালাল উদ্দিনের দুই মেয়ে ও এক ছেলে ব্রিটেনে থাকেন।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে।