ডেমোক্র্যাটিক সেনেটর টিম কেইন সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে, পিট হেগসেথের ডিফেন্স সেক্রেটারি হিসেবে মনোনয়ন “বিপজ্জনক” হতে পারে।

রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি এফবিআই ডিরেক্টর পদে ক্যাশ প্যাটেলের পক্ষে সমর্থন জানিয়েছেন এবং সহকর্মীদের তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস্টিন জিলিব্র্যান্ড মনে করছেন, ট্রাম্প মনোনীত ব্যক্তিরা, বিশেষ করে প্যাটেল এবং হেগসেথ, সিনেটে পর্যাপ্ত সমর্থন পাবেন এবং তারা মোটামুটি নিশ্চিতভাবেই তাদের পদ পেতে চলেছেন।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরপরই প্রশাসনকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পদগুলোতে তার পছন্দের প্রার্থীদের মনোনয়ন দিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন। ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক থাকলেও, শেষ পর্যন্ত তাদেরই দায়িত্ব নিতে দেখা যাবে বলে মনে করছেন ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস্টিন জিলিব্র্যান্ড।

সেনেটর ক্রিস্টিন জিলিব্র্যান্ড মনে করেন যে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের কারণে পিট হেগসেথ ডিফেন্স সেক্রেটারি পদে নিশ্চিতভাবেই অনুমোদন পেয়ে যাবেন। তবে, মনোনয়ন শুনানিতে হেগসেথকে কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে, বিশেষ করে তার অতীতের বিতর্কিত মন্তব্যগুলো নিয়ে। শুনানিতে জিলিব্র্যান্ডসহ অন্যান্য ডেমোক্র্যাট সেনেটররা হেগসেথকে প্রশ্নবাণে জর্জরিত করেন, কিন্তু তিনি কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

জিলিব্র্যান্ড স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি প্রতিরক্ষা বিভাগের মতো গুরুত্বপূর্ণ শাখায় একজন “অযোগ্য” প্রার্থীর নিয়োগকে সমর্থন করতে পারবেন না।

ডিফেন্স সেক্রেটারি পদে পিট হেগসেথের মনোনয়নকে বিপজ্জনক বলে মন্তব্য করেন, আরেক ডেমোক্র্যাটিক সেনেটর টিম কেইন।

শুনানিতে নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য ও ধারাবাহিক নিপীড়নের পক্ষে তার অবস্থান পরিষ্কার করতে সুযোগ দেয়া হয় হেগসেথকে। তবে সেনেটরদের সামনে তিনি সেগুলো খোলসা করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ সেনেটর কেইনের।

অন্যদিকে, এফবিআই ডিরেক্টর পদে আরেক বিতর্কিত প্রার্থী ক্যাশ প্যাটেলের মনোনয়নের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন, রিপাবলিকান সেনেটর, লিন্ডসে গ্রাহাম। তিনি জানান, এই পদের জন্য সবরকম যোগ্যতা রয়েছে ক্যাশ প্যাটেলের। ফলে, এফবিআই পরিচালনায় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি তার ওপর ভরসা রাখছেন, সেনেটর গ্রাহামও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here