২০২৫-এর বিপিএলে লড়বে ঢালিউড মেগাস্টার শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’। আর তাই বাকি দল গুলোর মত নিজের টিমের থিম সংয়ের এক ঝলক প্রকাশ্যে এনেছেন মেগাস্টার শাকিব খান। এই গানে থাকছে বিশেষ চমক যা ইতিমধ্যেই দর্শক ও ভক্তদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।

‘ঢাকা ক্যাপিটালস’ দলের থিম সং-এর শুটিং এফডিসিতে বিশাল সেট ফেলে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। গানটির ভিডিওতে ঢালিউডের মেগাস্টার শাকিব খানসহ শোবিজের একঝাঁক জনপ্রিয় তারকা অংশগ্রহণ করেছেন। এই তারকাদের তালিকায় আছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইমন, পূজা চেরি, দীঘি, অর্চিতা স্পর্শিয়া, ইরফান সাজ্জাদ, মিথিলা, এবং সারিকা সাবাহসহ মোট ১৫ জন।

প্রীতম হাসান রাসেল মাহমুদের কথায় তৈরি করেছেন বিল্লাল-রোহানের কোরিওগ্রাফিতে বিএফডিসিতে গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ।

বিপিএলের গানটির শুটিংয়ে অংশ নেয়া সিয়াম আহমেদ বলেন, ‘আমি রিমার্ক হারল্যানের অ্যাম্বাসাডর হিসেবে আছি। আর ঢাকা ক্যাপিটালস হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি টিম। তাই ঢাকা ক্যাপিটালস আমাদেরও টিম। সেই টিমের সদস্য হিসেবেই থিম সংয়ে পারফর্ম করা। দারুণ একটি গান হয়েছে, যা ঢাকা ক্যাপিটালের শক্তি, বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে।’

অভিনেত্রী স্পর্শিয়ার বলেন, ‘গানটি আসন্ন বিপিএল আসরের চোখ ধাঁধানো গান হয়েছে। আমার বিশ্বাস, ঢাকা ক্যাপিটালস এবার চ্যাম্পিয়ন হবে।’

টিমের অন্যতম নায়ক ইমন জানান, ‘সম্প্রতি থিম গানটির শুটিং শেষ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ইউটিউবসহ নানা মাধ্যমে প্রকাশ পাবে।’

তিনি আরও বলেন, ‘রিমার্ক হারল্যান সবকিছুই চমক নিয়ে আসছে। এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আর ঢাকা ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব প্রথম পুরস্কার জিতব বলে আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here