বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ প্রতি সপ্তাহেই সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি প্রশাসন। গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, গত ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৩১ জনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিলে এই অভিযান চালানো হয়।
আবাসন আইন ভঙ্গের দায়ে ১১ হাজার ৩৫৮ জনকে, সীমান্ত আইন ভঙ্গের দায়ে ৪ হাজার ৯৯৪ জনকে এবং শ্রম আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৪৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া, অনুপ্রবেশের দায়ে ১ হাজার ৩০৩ জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তাদের মধ্যে ৬০ শতাংশ ইথিওপিয়ান, ৪৮ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অবৈধভাবে সৌদি ছাড়ার সময় ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।