ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দুটি ইসলামি দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে, ৫৩ বছরে যারা দেশকে ফ্যাসিবাদ ছাড়া কিছুই দিতে পারেনি। তাদের নতুন করে দেখার কিছু নেই।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে। তারা ইসলামের পক্ষে একটি বাক্স চায়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। দেশের ইসলামি ও সমমনা দলগুলোকে কীভাবে কাছে এনে একটি বৃহত্তর সমঝোতা গড়ে তোলা যায় এবং নির্বাচনে একটি বাক্স দেওয়া যায়, সেটা জনগণের চাহিদা।’

যারা দেশকে বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, মানুষ আর তাদের দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ইসলামী আন্দোলনের ‘নগর সম্মেলন ২০২৫’ এ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইসলামী আন্দোলনের আমির জানান, রাজনৈতিক শুদ্ধাচার ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে কার্যকরী নির্বাচন ব্যবস্থা সংখ্যানুপাতিক পদ্ধতিতে দরকার। যার মধ্যে দিয়ে সবার মতামতের প্রতিফলন ঘটবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ জানান, গণঅভ্যুত্থানে যে সব রাজনৈতিক দলকে তারা সঙ্গে পেয়েছিলেন, বর্তমানে তাদের অনেকেই সঙ্গে নেই। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে একটা দল।

তিনি জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে যারাই অবস্থান নেবে, তাদের সঙ্গে দেশের মানুষ সম্পর্ক ছিন্ন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here