ছেলেদের জাতীয় ক্রিকেট দলের মতো বিজয় দিবসে জয় এনে দিয়েছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলও। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে সুমাইয়া ফারজানাদের দল।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দুই ইনিংসই নেমে আসে ১৭ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কার মেয়েরা ব্যাট হাতে লড়াই করার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আটকে যায় ৮ উইকেটে ৯৪ রানে।

রান তাড়ায় শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ ‍উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের আঁটসাট বোলিংয়ে রানের গতি টেনে ধরে টাইগ্রেসরা। ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে চাপ বাড়াতে থাকে প্রতিপক্ষের ওপর। শেষ পর্যন্ত অলআউট না হলেও ১০০-এর আগেই থেমেছে তারা। এতেই ২৮ রানের জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন। একটি উইকেট নিয়েছে আফিয়া আশিমা। নিশিতা আক্তার নিশির হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

এর আগে, টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের রান একশর ওপরে নিয়ে যায় চারটি ছোট ছোট ইনিংস। সাতে নামা সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এ ছাড়া আফিয়া ২৩ বলে ২৫, সুমাইয়া ২১ বলে ২৪ এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে করেন ১৮ রান।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের দুটি করে শীর্ষ দল উঠবে সুপার ফোরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here