এখন পর্যন্ত বিপিএলের আয়োজন ঘিরে যা দেখা গেছে, তাতে এক রাহাত ফতেহ আলী খানের কনসার্ট ছাড়া আর কিছু তাঁর চোখে পড়েনি জানিয়ে তামিম বললেন, বিনিয়োগটা কনসার্টে নয়, ক্রিকেটে বেশি হওয়া উচিত।  বিপিএল শুরুর আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।

তামিম বলেন ‘সত্যি কথা বলতে আমি অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়’ ।

ক্রিকেটে সত্যিকারের বিনিয়োগই বিপিএলে উন্নতির একমাত্র পথ জানিয়ে বাঁহাতি ওপেনার বললেন, ‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারব যে এটা নতুন বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনো হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, তবে আমি ছিলাম না দেশে।’

তবে ক্রিকেট তো এখনো শুরু হয়নি, আগামীকাল থেকে শুরু হবে। একেবারেই নতুন কিছু যে হচ্ছে না, তা বলার সময় এখনো আসেনি বলেই মনে করেন তামিম, ‘মন্তব্য করাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। তবে এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলব যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান, টুর্নামেন্ট ও ক্রিকেটে ইনভেস্ট করুন।’

বিপিএলের উন্নতিতে আয়োজক ও ক্রিকেটার দুই পক্ষেরই দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন তামিম, ‘ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে তার ওপর। এটা তে আয়োজকদের হাতে কিছু থাকে না। তাদের হাতে থাকে সেরা সুযোগ-সুবিধা দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এনে দেওয়া সম্ভব, তা পাওয়া। এটা হলো যাঁরা দায়িত্বে বসে আছেন তাঁদের কাজ। কিন্তু তাঁরা এটা সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে খেলা দু শ রানের হবে নাকি ৬০ রানের হবে। ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দেরই নিতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here