ব্রংকস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ৫৪তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায়, পার্কচেষ্টারের আল আকসা পার্টি সেন্টারে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক, সামাদ মিয়া জাকারিয়া। সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান ও শামীম আহমেদ।  সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান সমন্বয়কারি এ ইসলাম মামুন।

b2 300x225 1

অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকরা বক্তব্য রাখেন। তারা হলেন ব্রংকস ব্যরো প্রেসিডেন্ট ভ্যানেসা গিবসন,স্টেট সিনেটর নাটালিয়া ফারনানদেজ ও সিটি কাউন্সিলের মেজোরিটি লিডার আমেন্দা ফারিজ। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম এন মজুমদার,আব্দুস শহীদ, মাহবুবুল আলম,হাসান আলী, খলিলুর রহমান, সিরাজ উদ্দীন সোহাগ,শেখ মামুন,লোকমান হোসেন লুকু,কামাল উদ্দীন,বোরহান উদ্দীন,এমবি হোসেন তুষার,হুমায়ুন কবির সুহেল,ইমরান আলী টিপু,মোতাহার রুবেল,হেলাল উদ্দীন চৌধুরী,সালমা সুমি,রেজা আব্দুল্লাহ, পল্লব সরকার, খবির উদ্দীন,রোকন হাকিম ও বশির মিয়া।

b3 300x225 1

মূলধারার নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশি কমিউনিটির প্রসংশা করেন। তারা বলেন. বাংলাদেশিরা পরিশ্রমী। নিউইয়র্ক সিটির অগ্রযাত্রায় তাদের অবদান অনস্বীকার্য। ব্রংকসের পার্কচেষ্টার মানেই একখন্ড বাংলাদেশ। এই কমিউনিটির কল্যাণে আমরা বদ্ধ পরিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here