যতই সময় যাচ্ছে ততই আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানল। ক্যালিফোনিয়ার পাচঁটি জায়গায় ৪৫ স্কোয়ার মাইল জুড়ে আগুন জ্বলছে। ১ লাখ মানুষকে ঘর বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ফার্স্ট রেসপন্ডারসসহ অনেকে। ধ্বংস হয়েছে এক হাজারের বেশি স্থাপনা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে সাড়ে ৩ লাখেরও বেশি মানুষ। এরমধ্যে ২ লাখ মানুষ লস এ্যাঞ্জলেস কাউন্টির।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার চিফ অ্যান্থোনি মারোনি জানান, শক্তিশালী বাতাসের কারণে আগুনের তীব্রতা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত যা তাদের নিয়ন্ত্রণের বাইরে।
একই সঙ্গে চারটি সক্রিয় দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির অনেক এলাকা। যেগুলো নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হয়ে পড়েছে। যার মধ্যে ‘প্যাসিফিক প্যালিস্যাডস ফায়ার’ এবং ‘ইটন ফায়ার’ নামের দুটি দাবানল সবচেয়ে বেশি বিধ্বংসী আকার ধারণ করেছে।
এদিকে আক্রান্ত অঞ্চলের প্রায় একশটি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মানুষের জান-মাল রক্ষার্থে ফায়ার ফাইটাররা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান কর্মকর্তারা।
শুষ্ক আবহাওয়া শক্তিশালী বাতাসের কারণে এমন জায়গায় আগুন ছড়িয়ে পড়ছে, যেখানো আগুন লাগার রেকর্ড নাই। এজন্য হলিউডের বহু ঐতিহাসিক স্থাপনা হুমকীর মুখে।
আগুনের ছাই ভস্মে পুরো এলাকা ভরে যাচ্ছে। ধুয়ার গন্ধে অচ্ছন্ন হয় গেছে পুরো এলাকা। জরুরী অবস্থা ঘোষণা করেছে ক্যালিফোনির্য়ার গর্ভণর। সান্তা মনিকা এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
বাতাসের বেগ কিছুটা কমেছে। কিন্তু আগুন বাগে আনতে পারছে না। লস এ্যাঞ্জেলেসের অগ্নী নির্বাপক কর্মীদের এক সাথে দুইটি বন্য আগুন নেভানোর স্বক্ষমতা আছে। তাই ৫ জায়গার আগুন নেভাতে গিয়ে পেরে ওঠছে না।