বাংলাদেশ সরকার ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে। এই ডিজেল আমদানিতে মোট খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের নেতৃত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। যেখানে ভারত থেকে ডিজেল আমদানির এই সিদ্ধান্ত অনুমোদন পায়।
সূত্র জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ২০২৫ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানি করার প্রস্তাব ২০২৪ সালের ৭ নভেম্বর ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির’ সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল।
তবে ২০২৫ সালের জন্য ডিজেল আমদানির চুক্তির আওতায় ভারতীয় প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে আলোচনা করে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল (০.০০৫% সালফার) কেনার সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই আমদানির খরচ হবে ৯ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৩৬৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকার সমান। প্রতি ব্যারেল ডিজেলের দাম ধরা হয়েছে ৫.৫০ ডলার।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ সাল থেকে ডিজেল আমদানি চলছে। পাইপলাইন নির্মাণের আগ পর্যন্ত রেলওয়ের মাধ্যমে ডিজেল আমদানি হলেও, ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করা হচ্ছে।