চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনমোহনের বয়স হয়েছিল ৯২ বছর।

বর্ষীয়ান এই কংগ্রেস নেতা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে তিনি দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন মনমোহন সিং।

ভারতের রাজনীতিতে আসার আগে মনমোহন সিংয়ের বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবেই সুপরিচিত ছিলেন । তিনি ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হলে মনমোহন সিংকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।

পরে এক বিবৃতিতে এইমস হাসপাতাল জানায়, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল।

আজ হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯টা ৫১মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here