সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জমি পছন্দ হতো, তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি নিজের করে নিতেন বলে মন্তব্য করেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
‘শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছেন বলে দাবি করেন রুহুল কবির রিজভী।’
রিজভী অভিযোগ করেন, ‘শেখ হাসিনার যে জমি পছন্দ হয়েছে, তাই আইনি কাঠামোর মধ্যে দিয়ে তা নিজের করে নিয়েছেন। যার সর্বশেষ উদাহরণ, পূর্বাচলের রাজউকের প্লট।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনা যা চাইত, বিচার বিভাগ তাই বাস্তবায়ন করত। তাই তো যে বিচারক খালেদা জিয়ার সাজা দিয়েছেন অবসরের পর সেই বিচারকে প্রমোশন দিয়ে উচ্চ আদালতের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। তাই বিচার বিভাগের যেসব বিচারকেরা বিচারের নামে জুডিশিয়াল হত্যা করেছেন তাঁদের বিচার করতে হবে।’