স্ট্যাটেন আইল্যান্ডের আকাশে রহস্যময় ড্রোনের উপস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। বরো প্রেসিডেন্ট ভিটো ফসেলা এবং অন্যান্য আইনপ্রণেতারা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এই ড্রোনগুলোর উপস্থিতিকে জননিরাপত্তা এবং গোপনীয়তার জন্য হুমকি হিসেবে দেখছেন। এ বিষয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্ট্যাটেন আইল্যান্ডের বরো প্রেসিডেন্ট ভিটো ফসেলা রহস্যময় ড্রোনের উপস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করেন। ভিটো ফসেলা বলেন, আসলে কী ঘটছে তা জানার অধিকার রয়েছে স্টেইটের বাসিন্দাদের। তার মতে, প্রায় এক মাস ধরে তিন হাজার বারের মতো আকাশে এমন রহস্যময় বস্তু দেখার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো সদুত্তর না পাওয়াটা হতাশাজনক।
স্ট্যাটেন আইল্যান্ডের আকাশে রহস্যময় ড্রোনের উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতির জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন বরো প্রেসিডেন্ট ভিটো ফসেলা। তিনি বলেন, শুধু এনওয়াইপিডি নয়, প্রয়োজনে অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকেও এই রহস্য সমাধানে এগিয়ে আসা উচিত। ফসেলা বলেন, এই ২০২৪ সালে এসেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরকম স্পর্শকাতর একটি বিষয় নিয়ে নীরব থাকার অর্থ হচ্ছে-হয় তারা এই সমস্যা সমাধানে অক্ষম, নাহয় তারা মিথ্যা বলছে।
ভিটো ফসেলা স্বীকার করেছেন যে নিয়মিত নজরদারির অংশ হিসেবে ড্রোন ওড়ানোর সম্ভাবনা থাকতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, “জনগণের কাছে সরকারকে স্বচ্ছ থাকতে হবে এবং সত্যটা জানার অধিকার সবার রয়েছে।”
সম্প্রতি স্ট্যাটেন আইল্যান্ডের গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে রহস্যময় ড্রোনের উপস্থিতি স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। ভ্যারেযানো ন্যারোস ব্রিজের আশেপাশে এই ড্রোন উড়তে দেখা যায়। এর আগে গথালস ব্রিজ এবং নিউ ইয়র্ক কন্টেইনার পোর্টের কাছেও একই ধরনের ড্রোনের কথা জানান স্থানীয়রা। এরকম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গাগুলোতে ড্রোনের চলাফেরায় অস্বস্তি বাড়ছে বাসিন্দাদের মনে।
এ নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান নিকোল মেলিওটাকিসও। তিনি বলেন, ড্রোন বা ইউএভির মতো জিনিসগুলো ওড়াওড়ি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে। স্ট্যাটেন আইল্যান্ডের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বড় ধরণের দুর্ঘটনারও কারণ হতে পারে সেগুলো।
দ্রুত এই ঘটনার তদন্ত করে তার ফল জনসম্মুখে প্রকাশের দাবি তুলেছেন সেনেটর জেসিকা স্কারসেলা স্প্যানটন। রাতে ওড়ার কারণে এবং ওড়ার সময় উচ্চতা বিবেচনায় না নেয়ায় এই ড্রোনগুলো যারা চালাচ্ছে, তারা ড্রোন ওড়ানোর প্রচলিত নীতিমালা মানছে না বলে মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে।