নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ‘চুক্তি’ করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের প্যারিসে দুজনের বৈঠক শেষে রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে তিনি এ কথা বলেন।
এর আগে শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদে ত্রিপক্ষীয় এ বৈঠকে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও উপস্থিত ছিলেন। এমন সময় মাখোঁ এ বৈঠকের আয়োজন করেছেন, যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধের বিষয়ে প্রশাসনের অবস্থান নিয়ে সংশয়ে রয়েছে কিয়েভ।
ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেন, ‘একটি চুক্তিতে পৌঁছানোর এবং এই পাগলামি বন্ধের পথ বেছে নেবে জেলেনস্কি ও ইউক্রেন।’
ট্রাম্প বলেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরু হওয়া উচিত। অপ্রয়োজনে অনেক বেশি প্রাণ ঝরে গেছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। যদি এভাবে চলতে থাকে, এটি আরও বড় ও খারাপ কিছুতে রূপ নেবে।’
ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে দেওয়া শতকোটি ডলারের সামরিক সহায়তাকে উপহাস করেছেন এবং দাবি করেছেন যে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধ করতে সক্ষম। তিনি বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে তিনি সংঘাত বন্ধ করতে পারবেন। তবে কীভাবে বন্ধ করবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।