এএসএম শরীফুল হাসান, লেখক

এমনটাই মনে করে রাজধানীর হাজার হাজার ছাত্র।

কথা বলছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেপেলের সাথে। তারা জুলাইয়ে ছাত্র আন্দোলনে নিজেদের সম্পৃক্ত করছিল শুধুমাত্র ঢাবিতে ছাত্রলীগ ছাত্র ছাত্রীদের পেটানোর জন্য। তারা বলে, “ভাই কে আওয়ামী বিএনপি জামাত, আমাদের জানার দরকার নাই। আমরা কোনদিন সরকারী চাকরি করবো না, কাজেই কোটায় আমাদের কিছু যায় আসে না। আমরা পলিটিক্স হেইট করি। শুধু ছাত্রদের উপরে আঘাত আসায় আমরা রাস্তায় নেমে আসছি। সরকারকে কাঁপায়া দিসি। তারপর আমরা নিজেদের কমফোর্ট জোনে ফিরে গেছি। দেশের কি হইলো না হইলো তাতে আমাদের কিছু যায় আসে না গ্র্যাজুয়েশ কম্পলিট হলে আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকবো নয়তো বিদেশ”

আপাতদৃষ্টিতে তাদের সুপারম্যান মনে হতে পারে, কিন্তু আমার কাছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় সেলফিশ আর হিপোক্র্যাট গোষ্ঠি।

প্রথমত, তারা ছাত্র নির্যাতনের ঘটনার বিবেকের তাড়নায় পথে নামে নাই। তাদের মধ্যে বিভিন্ন স্লিপার সেল তাদেরকে ট্রিগার করছে, ইগনাইট করছে রাস্তায় নামতে।

দ্বিতীয়ত, জুলাই এর পরে গত ৪ মাসে আরো বেশি ছাত্র হত্যার স্বীকার হইছে। এক্ষেত্রে ছাত্র সমাজের জন্য তাদের বিবেক দাঁড়ায় নাই। কারণ আসলে স্লিপার সেল তাদের ট্রিগার করে নাই। স্লিপার সেলের ধারনা, গত ৪ মাসে যেসব ছাত্র মারা গেছে, সেটা তাদের বিরুদ্ধ মতের, সো এই মৃত্যুতে তারা কনসার্নড না, এটা তাদের ভাববার বিষয় না।

তৃতীয়ত, হিপোক্র্যাট এই জন্য যে, একটা সাজানা গোছানো দেশ তাদের ইনভলভমেন্টের কারনে আস্ত ভাগাড়ে পরিণত হইছে অথচ কিছু যায় আসে না তাদের। তারা প্রতিদিন হাজার টাকা পকেট মানি, হ্যাং আউট, পুসি আর মাসে একটা কনসার্ট উইথ উইড পাইলেই খুশি।

এটা সত্য, যে উগ্রবাদী শক্তির হাতে বাংলাদেশের ক্ষমতাভার, প্রাইভেটের ছাত্ররা ১৮ই জুলাই রাস্তায় না নামলে, এই শিফটিং হয় না। দেশে জরুরি অবস্থা জারী হতো সর্বোচ্চ, শেখ হাসিনা হয়তো বাধ্য হতো নতুন করে নির্বাচন দিতে।

কোন অবস্থাতেই দেশে এতো মাস মার্ডার হতো না যদি প্রাইভেট এর ছাত্ররা না নামতো। লাখো কোটি হাউয়ারনাতি সাধারণ, এতো নিরাপত্তাহীনতায় ভুগতো না, যদি পাপা-মামাস কিডরা রাস্তায় না নামতো।

You hate politics, but it was you who made the politics worse than ever. It was you who handover the country to the defeated force of 1971. It was you, who is responsible for the death of thousands of police, students and political activists.

Till the day I die, I will hate you the most.

https://www.facebook.com/photo.php?fbid=1761735637955728&set=a.145538552908786&type=3&ref=embed_post

আমাদের একজন রুমী ছিল, যার তোমাদের মতো ল্যাভিস এন্ড কমফোর্টেবল লাইফ ছিল। সেই রুমীদের আত্মত্যাগে আমরা স্বাধীন হয়েছিলাম।

আর তোমাদের স্বার্থপরতায়, নির্বুদ্ধিতায় আমরা আবার পরাধীন হলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here