rizvi-pic
rizvi-pic

রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ৪ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, ‘ভারতের জানা উচিত। বাংলাদেশ ছোট দেশ। কিন্তু বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। এদেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ের যে, তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ কর না কেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অতন্দ্রপ্রহরী।

অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করে রিজভী বলেন, যারা প্রকাশ্যে গুলি করে শিশু, তরুণ, যুবকদের হত্যা করেছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই হত্যাকারীদের কি বিচার হবে না? জুলাই অগাস্টের হত্যাকারীদের সবার আগে গ্রেপ্তার করে বিচারে মুখোমুখি করা উচিত ছিল সরকারের। এ সরকার তো রক্তস্নাত সরকার, কারণ শিশু-যুবক-কৃষক-শ্রমিকদের রক্তের ওপর এ সরকার গঠিত হয়েছে। এ সরকারের দায়িত্ব জনগণের আহারের নিশ্চয়তা দেওয়া।

রুহুল কবির রিজভী বলেন, ‘শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কীভাবে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান। সারাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি।’

পরে ছাত্রজনতা হত্যাকারী ও শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনার নাম বদলে শহিদদের নামে করার আহ্বান জানান। এসময় নতুন বছরের বই প্রসঙ্গে বলেন, বই মুদ্রণ ব্যবসার সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত।

কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার।

ভারত সরকার এমন এক সময়ে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল যখন মোদি সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ‘কূটনৈতিক নোট’ পাঠিয়েছে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

গত ৫ আগস্ট থেকে ভারতে বাস করছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। তাঁর অবস্থান সুনির্দিষ্টভাবে জানা না গেলেও দিল্লির একটি নিরাপদ স্থানে তিনি আছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

এ দিকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, ‘গুম ও হত্যায় জড়িত ২২ পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া জুলাই–আগস্টে গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এর মধ্যে শেখ হাসিনার নামও আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here