অভূতপূর্ব শৈত্যপ্রবাহের কারণে সৌদি আরবের মরু আবহাওয়ায় বিরল এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই শৈত্যপ্রবাহে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে।

গতকাল রোববার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহে ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে।

সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায় বিরল শৈত্যপ্রবাহের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, রাতের বেলা মাটির ওপর একটি বোতল থেকে পানি ঢালার সঙ্গে সঙ্গে সেটি বরফে পরিণত হচ্ছে।

https://twitter.com/ALMISNID/status/1868508932471181712

সৌদি আরবের উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায় তাপমাত্রা সর্বনিম্নে নেমে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই বিরল ঠান্ডা আবহাওয়ার কারণে তুরাইফসহ আশপাশের অঞ্চলে জনজীবনে বড় প্রভাব পড়েছে।

এছাড়া আল কুরায়ায়াত ও আল জৌফে মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি, রাজধানী রিয়াদ এবং আবহায় ৮ ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফে ৯ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা।

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজির (NCM) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর কারণে অভূতপূর্ব শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়েছে। এই শৈত্যপ্রবাহ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সোমবার ও মঙ্গলবার রাজধানী রিয়াদের তাপমাত্রা আরও নেমে গিয়ে ৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

সেই সঙ্গে তাবুক, আল জৌফ, হাইল ও উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্র নেমে যাবে শূন্য থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here