বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসনের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়াও সদস্য হিসেবে জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়) স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি এবং সদস্য-সচিব হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিকে (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়) যুক্ত করা হয়েছে।

অফিস আদেশের তথ্যানুযায়ী, উল্লিখিত কমিটি সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন; অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না তা উদঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধের সুপারিশ পাঠাবে।

আদেশে আরো বলা হয়, কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট কনতে পারবে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করতে হবে।

এর আগে সকালে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সেখানে তিনি বলেন, ‘আগুনের ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি। কেবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেয়া হয়েছে। হাই-পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেয়া হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here