ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা মনে করেন, ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধ থেকে সরকারি অচলাবস্থা এড়িয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প ও তার পরামর্শদাতা বিলিয়নেয়ার ইলন মাস্ককে হারিয়ে দিয়েছে।
এমএসএনবিসির সঙ্গে সাক্ষাৎকারে আইনপ্রণেতারা বলেন, হাউয এবং সেনেটে দ্বিদলীয় নেতৃত্বের সমঝোতার একটি বিল বাতিলের চেষ্টা করা অনির্বাচিত মাস্ক গণতন্ত্রের জন্য হুমকি। তাকে ঠেকিয়ে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করেছেন। এক প্রশ্নের জবাবে ইলন কখনই ভালো স্পিকার হতে পারবেন না বলে জানিয়েছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান সারা জ্যাকবস।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, গত দুই বছরের মতো আসন্ন ডনাল্ড ট্রাম্প প্রশাসন সচল রাখতেও ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের ওপর নির্ভর করতে হবে হাউয স্পিকার মাইক জনসনকে। তবে আগামীতে নীলশিবির জনসনকে কোন ছাড় দেবেনা বলে সতর্ক করেছেন টেক্সাসের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান জেসমিন ক্রকেট।
আগামী ৩ জানুয়ারি কংগ্রেসের নতুন স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। মাইক জনসন এই পদ ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর ০৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের সত্যায়ন। একজন নির্বাচিত স্পিকার ছাড়া হাউযে এই সত্যায়ন নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
কিন্তু গত এক সপ্তাহে রিপাবলিকান আইনপ্রণেতাদের মাঝে যেই অরাজক পরিস্থিতি দেখা গেছে তা নিয়ে এরিমধ্যে সতর্কবার্তা দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটি বলছে, আসছে ট্রাম্প প্রশাসনে যেকোন বিল পাশেই অচলাবস্থাদেখা দিতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, গত দুই বছরের মতো আসন্ন ডনাল্ড ট্রাম্প প্রশাসন সচল রাখতেও ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের ওপর নির্ভর করতে হবে স্পিকার জনসনকে। কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট ইলেক্ট ওভাল অফিসের দায়িত্ব নেয়ার পর নীল শিবিরকে আগের মতো উজ্জীবিত নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে স্বল্প ব্যবধানে জিওপির নিয়ন্ত্রণ থাকা হাউযে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
টেক্সাসের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান জেসমিন ক্রকেট সতর্ক করেন যে, আগামীতে নীল শিবির মাইক জনসনকে কোন ছাড় দেবে না। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ১১৮তম কংগ্রেস তেমন কারযকর ছিলোনা বলে যে অভিযোগউঠেছে। দেখা যাক ১১৯তম কংগ্রেস কতটা কার্যকর তুলে পারেন রিপাবলিকানরা।
ভারমন্টের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান বেকা বালিন্ট মনে করেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাকে আটকে দিয়ে তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং গণতন্ত্রে জনমতের গুরুত্ব প্রমাণ করেছেন। এক প্রশ্নের জবাবে, ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান সারা জ্যাকবস জানিয়েছেন যে, ইলন কখনোই ভালো স্পিকার হতে পারবেন না।
তবে এ বিষয়ে পাল্টা যুক্তিও রয়েছে। কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে, প্রধান দ্বিদলীয় বিল আটকে দিয়ে ইলন মাস্ক ইতোমধ্যেই নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন। হাউয মাইনোরিটি লিডার হিসেবে তিনি নীল শিবিরের আইনপ্রণেতাদের ঐক্যবদ্ধ রেখে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন।
তবে, সরকারকে অচলাবস্থায় ফেলে দিয়ে যেমন ডোনাল্ড ট্রাম্প পরাজয়ের গ্লানি ভোগ করেছিলেন, তেমনি চুপ থেকে প্রেসিডেন্ট জো বাইডেনও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি, মাইক জনসন স্পিকারের দায়িত্ব পালনে অযোগ্যতার পরিচয় দিয়েছেন বলেও সমালোচনা উঠেছে।