ভারতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলার তীব্র প্রতিবাদ। উভয় দেশের সাম্প্রদায়িক শক্তির উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ।
জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আমরা গত কয়েকদিনে ভারতের কলকাতা ও আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কার্যালয়ে ধর্মীয় উগ্রবাদীদের হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের এক শ্রেণির ধর্মীয় উগ্রবাদী মহল বাংলাদেশ সরবকার ও জনগণের প্রতি বিদ্বেষ ও ঘৃণা ছড়াচ্ছে। সৎ প্রতিবেশীসুলভ আচরণের বদলে তারা তাদের দেশের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বিষয়ে প্রকৃত তথ্যের বদলে উদ্দেশ্যমূলক, সাম্প্রদায়িক উস্কানীমূলক অপপ্রচারণা চালিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।
এতে বলা হয়, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিস্থিতিকে শান্ত করার বদলে জনতুষ্টিবাদী কায়দায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণের আজগুবী আবদার করে পরিস্থিতিকে আরো ঘোলাটে করতে সাহায্য করছেন।
বিবৃতিতে তারা আরও জানান, বাংলাদেশে একশ্রেণির ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী এখানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পক্ষান্তরে ভারতীয় উগ্রবাদীদের হীন উদ্দেশ্য সাধনে সহায়তা করছে। আমরা বাংলাদেশ ও ভারতের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিসমূহকে উভয় দেশের সাম্প্রদায়িক শক্তির পাতা ফাঁদে পা না দিয়ে পরিস্থিতি শান্ত করার জন্য ঐক্যবদ্ধ হবার আহ্বান জানচ্ছি।