আতাউর বাবুল, প্রবাসী বাংলাদেশী, আলবেনী
প্রিয় প্রজন্ম , তোমাদের বড়ো করে তুলতে তোমাদের মা বাবার সব সিদ্বান্ত কি সঠিক ছিলো ? কোনো ভুল করেননি তারা ? তাই বলে কি তুমি মা বাবাকে অস্বীকার করবে ? অসন্মান করবে ? নিশ্চয় না । আমাদের স্বাধীনতা , মুক্তিযুদ্ধে , এবং বঙ্গবন্ধুর যদি কোন ভুল থেকে থাকে তা অবশ্যই গবেষণা হতে পারে , বিতর্ক হতে পারে , বিশ্লেষণ হতে পারে , পর্যালোচনা হতে পারে । কিন্তু তাই বলে স্বাধীনতা , মুক্তিযুদ্ধ , এবং বঙ্গবন্ধুকে রিসেট করে দেবো , ড্রেনে ফেলে দেবো , মুছে ফেলে দেবো , কবর দেবো বলবে ? প্রয়োজনে পাকিস্তানের সাথে আবার এক হয় যাবো বলবে ? মুক্তিযেদ্ধের জাদুঘর , বঙ্গবন্ধুর বাড়ি,মুক্তিযুদ্ধের ইতিহাস , প্রামাণ্য দলিল সবই পুড়িয়ে দেবে ? তোমাদের এসব বক্তব্যে, আচরণে আমরা কষ্ট পায় , তোমরা তো আমাদেরই সন্তান ।
আমার আজকের লেখা স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা : সময় কাল মাত্র তিন বছর কয়েক মাস । আমেরিকা , সৌদি আরব , চীন সহ সাহায্য করার মতো আমাদের কোনো ধনী বন্ধু ছিলো না । রেমিট্যান্স ছিল না । বৈদেশিক রিজার্ভ ছিলো শুন্য । যুদ্ধে বিধস্ত ধ্বংস প্রাপ্ত একটি দেশ । এই শুন্য নিয়ে শুরু বাংলাদেশ নামক রাষ্ট্রের যাত্রা :
(১) মাত্র দুই মাসের মধ্যে সব ভারতীয় সেনাদের বাংলাদেশ থেকে ভারতে ফেরৎ পাঠিয়েছেন । যা ছিল সব চেয়ে বড়ো কূটনৈতিক অর্জন ।
(২) এক কোটি শরনার্থীকে দেশে ফিরিয়ে এনে তাদের খাবার এবং বাসস্থানের ব্যবস্থ্যা করে পুনর্বাসন করেছিলেন ।
(৩) ভারতকে উপেক্ষা করে বাংলাদেশকে ওআইসি সদস্য ভুক্ত করেন ।
(৪) দেশকে গণতান্ত্রিক সংবিধান দিয়েছেন । ৭২ সংবিধান নাম পরিচিত ।
(৫) ভৈরব রেলওয়ে সেতু , হার্ডিঞ্জ ব্রিজ , সিলেট রেল ব্রিজ, রাজ
শাহী রেল ব্রিজ,খুলনা রেল ব্রিজ সহ আট বড় রেলব্রিজ পুনর্নির্মাণ ও সস্ককার করেন । যা যুদ্ধের সময় ধ্বংস হয়ে গিয়েছিলো ।
(৬) প্রায় ১০,০০০ কিলোমিটার (১০,০০০,০০০ ফুট) রাস্তা মেরামত এবং পুনর্নির্মাণ করা হয়েছিল। যা যুদ্ধের সময় ধ্বংস হয়ে গিয়েছিলো ।
(৭) মুক্তিযুদ্ধের পর প্রায় ৭,০০০ (সাত হাজার) স্কুল এবং কলেজ পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ করা হয়েছিল। যা পাকিস্তানী সেনাবাহিনী /রাজাকাররা যাবার সময় ধ্বংস করে দিয়ে গিয়েছিলো
(৮) বিজ্ঞানী ডক্টর কুদরতে খোদাকে প্রধান করে শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞান ভিত্তিক
শিক্ষা ব্যবস্থা করতে একটি কমিশন করেছিলেন ।
(৯) ইসলামী গবেষণার জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন ।
(১০) বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে জমি বরাদ্দ করেন
(১১) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেন |
রাজনৈতিক বিতর্কিত বিষয়গুলো ছিল : ৭৪ দুর্ভিক্ষ , রক্ষী বাহিনী গঠন ,বাকশাল গঠন, সিরাজ শিকদারের মৃত্যু এবং জাসদ প্রসঙ্গ। এই সব নিয়ে গবেষণা মূলক পর্যালোচনা লেখা দরকার । বুদ্ধিদীপ্ত বিতর্ক প্ৰয়োজন । আমি রিসার্চ করছি এখন । অনেকের সাথে কথা বলছি । তথ্য দিয়ে সবার সহযোগিতা প্রত্যাশা করছি ।